খরচ বাঁচানোর ৭ উপায়

বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আনিস। ছোট পরিবার, বেতনও পান মোটামুটি ভালোই। তারপরেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। মাসের মাঝামাঝি থেকেই শুরু হয়ে যায় আর্থিক টানাপড়েন। এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু খরচের লাগাম টেনে ধরতে পারেন।  

 

  1. সবসময় হিসেব করে খরচ করুন। হাতে টাকা এলেই প্রয়োজনের বাইরে একাধিক জিনিস কিনে ঘরভর্তি করবেন না। যে মাসে যেটা প্রয়োজন, সেটাই কিনুন।
  2. খরচের সঠিক পরকল্পনা থাকা চাই। মাসের শুরুতেই হিসেব করে নিন, কোন খাতে কত খরচ করবেন। সব খরচের বরাদ্দ শেষে যা হাতে থাকে সেটা মাসের শুরুতেই সেভিংস অ্যাকাউন্টে রেখে দিন।  
  3. ধূমপান করার অভ্যাস থাকলে তা ত্যাগ করুন। এতে টাকাও বাঁচবে, সঙ্গে শরীরও ভালো থাকবে। 
  4. ঘনঘন রেস্তোরাঁয় খেতে যাওয়ার অভ্যাস থাকলে সেটি বাদ দিন। মাসে একদিন যেতে পারেন।  
  5. প্রতি মাসে পার্লার খরচ লেগেই থাকে। ফেসিয়াল, স্পাসহ নানা রকম ট্রিটমেন্ট কিন্তু ঘরেও করতে পারেন খুব সহজে। খরচ বাঁচবে অনেকটাই।
  6. সবসময় আয় বুঝে ব্যয় করবেন। অন্যের দেখাদেখি বড় অংকের টাকা খরচ করতে যাবেন না।
  7. অনলাইন শপিংয়ে অনেক সময় প্রয়োজনের বাইরে খরচ হয়ে যায়। এ থেকে মুক্তি পেতে অনলাইনে কিছু দেখলে সঙ্গে সঙ্গে না কিনে ফেলে সেটি কার্টে রেখে দিন। ১ সপ্তাহ পর যদি মনে হয় জিনিসটি আসলেই প্রয়োজনীয়, তাহলে কিনুন।