ডেনিম ও জিন্সের পার্থক্য কী?

এক টুকরো ডেনিম কিন্তু জিন্স নয়, তবে সব জিন্সই ডেনিম। আরও বিভ্রান্ত লাগছে? আমাদের প্রায় সবার কাছেই ডেনিম ও জিন্স- দুটি অতি পরিচিত শব্দ হলেও এ দুটোর পার্থক্য জানি না আমরা। আসুন জেনে নিন ডেনিম ও জিন্সের পার্থক্য আসলে কী।

 

ডেনিম দিয়ে তৈরি প্যান্ট হচ্ছে জিন্স  
ডেনিম হচ্ছে ফেব্রিক। ডেনিম ফেব্রিক ১০০% কটন টুইল বা স্টেচ টুইল দিয়ে তৈরি হয়। এই ফেব্রিক দিয়ে তৈরি হয় শার্ট, জিন্স, ব্যাগ, জ্যাকেটসহ আরও অনেক কিছু।  

অপরদিকে জিন্স হচ্ছে এক ধরনের পোশাক। আরামদায়ক ও সহজে ময়লা হয় না বলে বিশ্বজুড়ে জনপ্রিয় এই পোশাক। মূলত জিন্স বলতে ডেনিম ফেব্রিক দ্বারা তৈরি প্যান্টকে বোঝানো হয়। ডেনিম দিয়ে অনেক গার্মেন্টস তৈরি করা যায়, কিন্তু যে প্যান্ট তৈরি হবে সেটাই জিন্স। নীল রঙ যদিও জিন্সের অন্যতম বৈশিষ্ট্য, তবে এখন নানা রঙের জিন্সের দেখা মেলে বাজারে।

ডেনিম দিয়ে বিভিন্ন পোশাক তৈরি হয়


ডেনিম ও জিন্সের কিছু বৈশিষ্ট্য

  • ডেনিম ফেব্রিক দিয়ে তৈরি পোশাক অনেকদিন ব্যবহার করা যায়।
  • সহজে ভাঁজ পড়ে না। ফলে আয়রনের ঝামেলা ছাড়াই পরা যায়।
  • জিন্স বারবার ধোয়ার প্রয়োজন হয় না।
  • দীর্ঘদিন ব্যবহার করা যায়।