অ্যালুমিনিয়াম ফয়েলের ৬ ব্যবহার

খাবার গরম ও ফ্রেশ রাখতে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম ফয়েল। এছাড়াও আরও বিভিন্নভাবে গৃহস্থালির কাজে লাগাতে পারেন এই ফয়েল।

 

রূপার গয়না পরিষ্কার করতে পারেন অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে

  1. কড়াইয়ের পোড়া দাগ দূর করতে স্পঞ্জের বদলে ফয়েল রোল করে ব্যবহার করুন।
  2. চিনি শক্ত হয়ে গেলে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে মাইক্রোওয়েভ ওভেনে দিন। ৫ মিনিট বেক করুন ৩০০ ডিগ্রি ফারেনহাইটে। আগের মতো ঝরঝরে হয়ে যাবে চিনি।
  3. রূপার গয়না পরিষ্কার করতে পারেন অ্যালুমিলিয়াম ফয়েলের সাহায্যে। ফয়েলের ভেতর লবণ পানি দিয়ে রূপার গয়না কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। অ্যালুমিনিয়ামের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে সহজেই পরিষ্কার হয়তে যাবে রূপার গয়না।
  4. কাঁচির ধার নষ্ট হয়ে গেছে? অ্যালুমিনিয়াম ফয়েল পেপার কয়েক পরতে ভাঁজ করে বারকয়েক কাটুন কাঁচি দিয়ে। ধার ফিরে আসবে।
  5. কলা দীর্ঘদিন তাজা রাখতে চাইলে বোটার অংশ মুড়ে নিন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে।
  6. আয়রনের ময়লা দূর করতে ফয়েল পেপার বল করে ঘষে নিন।