লম্বা চুলের জন্য অ্যালোভেরার ৩ প্যাক

লম্বা ও ঘন চুলের জন্য অ্যালোভেরা বা ঘৃতকুমারীর কয়েকটি প্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন। ক্যালসিয়াম, সোডিয়াম, জিংক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও বেশ কয়েক ধরনের ভিটামিন মেলে এই ভেষজ থেকে। জেনে নিন কীভাবে বানাবেন হেয়ার প্যাক।

 

অ্যালোভেরা ও ক্যাস্টর অয়েল
গোড়া মজবুত করে চুল পড়া কমাতে এই প্যাকের জুড়ি নেই। পাশাপাশি সাহায্য করে চুলের দ্রুত বৃদ্ধিতে। অ্যালোভেরা জেল, ক্যাস্টর অয়েল আর মেথির গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ পরে নিন। সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

অ্যালোভেরা, ডিম ও অলিভ অয়েল
এই প্যাক নিয়মিত ব্যবহার করলে চুলের ভেঙে যাওয়া বন্ধ হবে। ফঅ্যালোভেরা জেল, অলিভ অয়েল আর ডিমের কুসুম একসঙ্গে ভালো করে মিশিয়ে ম্যাসাজ করুন চুলে। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে ২৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

অ্যালোভেরা, মধু ও নারকেলের তেল
চুলের শুষ্কতা দূর করবে এই প্যাক। অ্যালোভেরা জেলের সঙ্গে পরিমাণ মতো নারকেলের তেল ও মধু মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।