চুল নরম ও সিল্কি করার ৭ টিপস

চুল সাজানোর জন্য নানা ধরনের যন্ত্র ব্যবহার করি আমরা। এসব যন্ত্রের তাপে চুল হয়ে পড়ে রুক্ষ ও ভঙ্গুর। এছাড়া ধুলাবালি ও রোদের অত্যাচার তো আছেই। বিভিন্ন কারণে শুষ্ক ও ফেটে যাওয়া চুল ঝরে পড়ে। নরম, ঝলমলে ও সিল্কি চুলের জন্য খানিকটা বাড়তি যত্নে রাখতে হবে চুলগুলোকে। জেনে নিন দরকারি কিছু টিপস।

 

 

  1. চুলে তেল ব্যবহারের কোনও বিকল্প নেই। সপ্তাহে অন্তত দুইদিন সময় নিয়ে তেল ম্যাসাজ করুন চুলে। সারারাত রেখে পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সেরাম ব্যবহার করাও জরুরি। 
  2. চুল পরিষ্কার রাখতে সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু ব্যবহার করুন। 
  3. শ্যাম্পু শেষে কন্ডিশনার ব্যবহার করা খুব জরুরি। হাতে সামান্য কন্ডিশনার নিয়ে চুলে ভালো করে লাগান। মিনিট খানেক অপেক্ষা করে ধুয়ে ফেলুন পানি দিয়ে। 
  4. ভেজা চুল না আঁচড়ানোই ভালো। আঁচড়াতে চাইলে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। চুল শুকালে তারপর ব্রাশ ব্যবহার করুন।
  5. সুতির বদলে সিল্কের কভার ব্যবহার করুন বালিশে। সুতি কাপড় চুলের ময়েশ্চার ও তেল শোষণ করে নেয়।
  6. দুই মাসে একবার চুল ট্রিম করুন।
  7. মধু, ডিম, টক দই, অ্যালোভেরা ব্যবহার করুন চুলে।