দুই হেয়ার প্যাকেই ঝলমলে চুল

চুলের যত্নে নারিকেলের তেল ও ডিমের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এই দুই ধরনের প্যাক ব্যবহারে চুলের বেশ কিছু সমস্যার সমাধান হবে দ্রুত।

 

ডিমের হেয়ার প্যাক
ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুম একটি বাটিতে নিয়ে ফেটিয়ে নিন। আঙুলের সাহায্যে চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। চুলের গোড়ায় পুষ্টি জোগাবে এই প্যাক।

চুল নরম ও সিল্কি করতে চাইলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন কুসুমের সঙ্গে। মধু কিংবা আপেক সাইডার ভিনেগার মিশিয়ে নিলে চুল ভেঙে যাওয়া রোধ হবে।

নারিকেলের তেলের হেয়ার প্যাক
বেশ কয়েকভাবে নারিকেলের তেল ব্যবহার করতে পারেন চুলের যত্নে। তেল কুসুম গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে গরম তোয়ালে জড়িয়ে নিন। কিছুক্ষণ পর তোয়ালে খুলে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও মজবুত।

নারিকেলের তেলের সঙ্গে মোটা দানার চিনি মিশিয়ে নিন। ভেজা চুলে মিশ্রণটি লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি দূর হবে।

নারিকেলের তেলের সঙ্গে দারুচিনির গুঁড়া মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন ৫ মিনিট। এরপর ৪০ মিনিট রেখে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। চুল দ্রুত লম্বা হবে।