ধানমন্ডিতে ‘গুটিপা’

নিজেদের প্রথম শোরুম নিয়ে অফলাইনে পথচলা শুরু করেছে চামড়াজাত পণ্যের প্রতিষ্ঠান ‘গুটিপা।’ গতকাল ১ জুলাই ধানমন্ডি সাতাশ নাম্বারের সপ্তক স্কয়ারে আনুষ্ঠানিকভাবে এই যাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমের উদ্বোধন ঘোষণা করেন।

 

গুটিপার স্বত্বাধিকারী তাসলিমা মিজি জানান, অনলাইনে দীর্ঘদিন ধরেই সরব গুটিপা। অবশেষে ক্রেতাদের আগ্রহের কারণে অফলাইনে শুরু হলো প্রতিষ্ঠানটির যাত্রা। বাংলাদেশের হস্তশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি কারিগরদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র তৈরি করতে এই যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন তাসলিমা।

চামড়ার বড় ব্যাগ, ফুটওয়্যার, ক্লাচ, পার্স, ক্রস বডি ব্যাগ, লেদারের কার্ড কেস, পেনসিল পাউচ, কয়েন পাউচ, ছেলে ও মেয়েদের মানিব্যাগ পাওয়া যাবে গুটিপায়।