টবে ফোটাবেন কাঠগোলাপ? জেনে নিন টিপস

শীত শেষ হলেই প্রাণ ফিরতে শুরু করে কাঠগোলাপ গাছে। গজায় নতুন পাতা। আগের বছরের গাছ থাকলে নতুন টবে সেটা প্রতিস্থাপন করতে পারেন। মার্চ, এপ্রিল এই গাছ লাগানোর জন্য আদর্শ সময়। এখনও লাগিয়ে ফেলতে পারেন। মোটামুটি সারা বছর ফুল ফোটে কাঠগোলাপ গাছে।

 

নার্সারি থেকে কিনে এনে যেমন টবে লাগিয়ে দিতে পারেন এই গাছ, তেমনি বীজ থেকে বা কাণ্ড কেটেও নতুন গাছ লাগানো যায়। কাণ্ড কেটে অন্য মাটিতে বুনে দিলে ১৫ দিনের মধ্যেই নতুন পাতা চলে আসবে।

দোআঁশ মাটি এই গাছের জন্য আদর্শ। ৭০ শতাংশ মাটি ও ৩০ শতাংশ জৈব সার মিশিয়ে তৈরি করুন মাটি। যে টবে লাগাবেন তার নিচে অবশ্যই ছিদ্র থাকতে হবে। মাটির টবের ভাঙা অংশ দিয়ে ছিদ্র বন্ধ করে তারপর লাগান গাছ।

বীজ রোপণ করতে চাইলে আগে পানিতে ভিজিয়ে রাখবেন একদিন। মাটিতে যেন নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে। নাইট্রোজেন বেশি হয়ে গেলে প্রচুর পাতা আসবে, কিন্তু ফুল ফুটবে না সহজে। তাই নাইট্রোজেনযুক্ত সার ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন জরুরি।

টিপস

  • একটু বড় টব বাছাই করবেন কাঠগোলাপ গাছের জন্য।
  • গাছে নতুন পাতা গজাতে শুরু করলে সুপার ফসফেট বা ইউরিয়া সার অল্প করে টবের কিনারা দিয়ে ছিটিয়ে দেবেন। শিকড়ের আশেপাশে দেবেন না।
  • অতিরিক্ত পানি দেবেন না টবে। টবে নিয়মিত পানি দেওয়া জরুরি।
  • রোদ ও আলোবাতাস আছে এমন স্থানে রাখুন টব।