চারা গাছ কেনার পর যেসব বিষয় মনে রাখতে হবে

চারা গাছ কেনার পর কিছু টিপস মেনে চললে মরবে না কোনও গাছ।

  • গাছ কিনে সঙ্গে সঙ্গে টবে লাগানোর প্রয়োজন নেই। নতুন পরিবেশে গাছকে মানিয়ে নেওয়ার সময় দিন। অন্তত মাসখানেক রাখার পর যখন দেখবেন নতুন পাতা মেলতে শুরু করেছে, তখন নতুন টবে লাগান।
  • চারা সরাসরি রোদ বা বৃষ্টিতে রাখবেন না। সেমি শেডে রাখুন।
  • গুটি কলমের চারা হলে সরাসরি টবে না বসিয়ে ভেজা বালির মধ্যে লাগান। ১৫ দিন পর শিকড় বের হলে তারপর মাটিতে লাগান।
  • চারা গাছ লাগানোর জন্য বাড়তি সার প্রয়োগ করে মাটি তৈরির প্রয়োজন নেই। ৫০ শতাংশ মাটি, ১০ শতাংশ ভার্মি কমপোস্ট সার, ২০ শতাংশ বালি, ২০ শতাংশ কোকোপিট মিশিয়ে মাটি তৈরি করুন। সঙ্গে ১০০ গ্রাম নিম খৈল ও ১ চা চামচ ফাঙ্গিসাইড মেশান। চারা বসানোর ১ মাস আগে মাটি তৈরি করে রাখতে পারলে ভালো হয়।
  • গাছ লাগানোর জন্য প্লাস্টিকের বদলে মাটির টব বেছে নেওয়াই ভালো।
  • গাছের মাটি না শুকালে পানি দেওয়ার প্রয়োজন নেই।
  • টবের নিচে যেন ছিদ্র থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। নাহলে বাড়তি পানি জমে গাছ মরে যাবে।