পোশাকে পূজার আয়োজন

দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউস রঙিন সব পোশাকের পসরা সাজিয়েছে। এখনও পূজার কেনাকাটা না হয়ে থাকলে ঢুঁ মারতে পারেন বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে।

 

আড়ং

আড়ং
পূজা কালেকশন নিয়ে এসেছে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। মসলিন, সিল্ক, সুতির মতো ম্যাটেরিয়ালের প্রাধান্য থাকছে আয়োজনে আড়ং এর সিগনেচার সেলাই এবং নিপুণ হাতের কাজের পাশাপাশি রয়েছে উজ্জ্বল রঙের প্যালেট।

কামিজে রয়েছে ১৯ শতকের ইউরোপীয় টেক্সটাইল এবং বয়ন কৌশল থেকে অনুপ্রাণিত সব নকশা। সেই সাথে রয়েছে মরক্কোর সূচিকর্ম ডিজাইন। পূজার নতুন শাড়ি কালেকশনে রয়েছে ব্রাশ স্ট্রোক, ডিটসি ফ্লরাল, আর্ট নভু ফ্যাশন, বেজ অন বেজ, টেপা ও রেগেঞ্চি থিম। পাঞ্জাবি কালেকশনে রয়েছে টেইলারিং প্যাটার্ন।

রঙ বাংলাদেশ

 

রঙ বাংলাদেশ
‘পূজার ফুল’ থিমে শারদ কালেকশন এনেছে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। পূজার ব্যবহৃত জবা, পদ্ম, নীলকন্ঠ, শিউলীসহ নানান ফুলকে উপজীব্য করে সাজানো হয়েছে পোশাকের নকশা।   
স্লাব কটন, লিনেন, হাফসিল্ক, জর্জেট, এন্ডি সিল্ক, সেমি পিওর, নেট কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। মূল রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে সাদা, লাল, নীল, লাইট ব্রাউন, মেজেন্টা, মেরুন, অফ হোয়াইট।

সারা

 

সারা
পূজা উপলক্ষে নতুন আয়োজনের পসরা সাজিয়েছে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা।’ পোশাকে থাকছে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও ট্রেন্ডি ডিজাইনের মিশেল। সারা’র পূজার কালেকশনে থিম হচ্ছে আল্পনা। ডিজাইনে পোশাকের প্যাটার্ন, রঙ ও মোটিফের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবারের থিম।

 

লা রিভ

 

লা রিভ
বাঙালির চিরায়ত ডিজাইন আর রঙগুলোর সমন্বয়ে শারদীয় প্রকৃতি থেকে বাছাই করা মোটিফ, রঙ এবং এই ঋতুর জনপ্রিয় নকশাগুলো দিয়ে সাজানো হয়েছে শারদীয় দুর্গাপূজার বিশেষ সংগ্রহ।

প্রাধান্য পেয়েছে লাল, সবুজ, ধুসর, নীল, মেরুন, হলুদ, বেইজ, পিচ ও গোল্ডেন রংয়ের প্যালেট। পূজার জন্য যোগ হয়েছে ফ্রক স্টাইল ও লং প্যাটার্ন টিউনিক, গাউন, আঙরাখা প্যাটার্ন সালোয়ার কামিজ, স্কার্ট-কামিজ সেট, শারারা স্যুট, কটন, হাফসিল্ক ও এক্সক্লুসিভ মসলিন শাড়ি।