কোটের যত্নে ৭ টিপস

শীত ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ কোট। শীতকে বাগে আনার পাশাপাশি স্টাইলিশ লুক আনতে এর জুড়ি মেলা ভার। তবে সঠিক যত্নের অভাবে কোট তার স্বাভাবিক আকৃতি হারিয়ে ফেলতে পারে। শখের পোশাকটির কুচকে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া আটকাতে কিছু টিপস জেনে নিন। 

 

  1. ব্যবহারের আগে নরম কাপড়ের তৈরি ব্রাশ দিয়ে ধুলা পরিষ্কার করুন কোটের। 
  2. কোট কখনও ভাঁজ করে রাখবেন না। আলমারিতে ঝুলিয়ে রাখুন হ্যাঙ্গারে।
  3. শীত আসার আগে এবং শীত চলে যাওয়ার পর উঠিয়ে রাখার আগে ড্রাই ক্লিন করুন।
  4. বাসায় পরিষ্কার করতে চাইলে মাইল্ড ডিটারজেন্ট এবং কুসুম গরম পানি ব্যবহার করুন। অতিরিক্ত গরম পানিতে পরিষ্কার করবেন না।
  5. প্রতিবার ব্যবহারের পর পকেটে কিছু রয়ে যাচ্ছে কিনা সেদিকে লক্ষ রাখবেন। পকেটে ভারি কিছু থাকলে কোটের আকৃতি নষ্ট হয়ে যেতে পারে।
  6. ধুয়ে নেওয়ার পর ভেজা কোট শুকানোর জন্য ঝুলাবেন না। পানি নিংড়ে সমতল কোথাও বিছিয়ে রাখুন।
  7. শীত শেষে উঠিয়ে রাখার আগে সিলড ব্যাগে রাখবেন এবং সেটি ঝুলিয়ে রাখবেন।