রূপচর্চায় নারিকেল তেল ব্যবহারের ৮ উপায়

ফ্যাটি অ্যাসিড, নানা ধরনের ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ নারিকেলের তেল যেমন চুলের যত্নে অনন্য, তেমনি ত্বক ভালো রাখতেও এর জুড়ি নেই। দৈনন্দিন রূপচর্চায় নারিকেলের তেল ব্যবহার করতে পারেন নানাভাবে।

 

১। শ্যাম্পু ব্যবহারের আগে ডিপ কন্ডিশনিং করতে পারেন নারিকেলের তেল দিয়ে। এটি শুষ্ক, রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুল করবে ঝলমলে। এজন্য নারিকেলের তেল গরম করে চুলে ম্যাসাজ করুন। এরপর গরম তোয়ালে দিয়ে চুল মুড়ে রাখুন ১৫ মিনিট।

২। ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে চমৎকার কাজ করে নারিকেল তেল। এটি ত্বকের শুষ্কতা দূর করতে পারে। তবে মুখের ত্বকে নারিকেল তেল না লাগানোই ভালো।

৩। মেকআপ ওঠাতে ব্যবহার করতে পারেন এই তেল।

৪। চুল নরম ও মসৃণ করতে চাইলে নারিকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। এরপর শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন আধা ঘণ্টা। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

৫। জট ধরা চুলের যত্নে নারিকেল তেল বেশ কার্যকর। চুল ভাগ করে অল্প অল্প করে তেল লাগান। জট খুলে যাবে।

৬। নারিকেল তেলের সঙ্গে চিনি মিশিয়ে বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।

৭। ঝলমলে চুল চাইলে নারিকেল তেলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন চুলে।

৮। লিপবাম হিসেবে ঠোঁটে ব্যবহার করতে পারেন নারিকেলের তেল।