পেঁয়াজের খোসা কী কী কাজে লাগে?

পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্ন উপায়ে। এটি যেমন চুলে প্রাকৃতিক রঙিন আভা আনতে পারে, তেমনি গাছের গোড়ায় সার হিসেবেও চমৎকার কাজ করে। জেনে নিন পেঁয়াজের খোসার এমনই কিছু ব্যবহার সম্পর্কে। 

 

১। পেঁয়াজের খোসা কিছুক্ষণ পানিতে সেদ্ধ করে ছেঁকে নিন। এই পানি দিয়ে ত্বক ধুয়ে নিন। ত্বক ভালো থাকবে।

২। পেঁয়াজের খোসা ১ ঘণ্টা ফুটান চুলায়। এরপর সারারাত এভাবেই রেখে পরদিন ছেঁকে চুল ধুয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে নরমাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। হালকা সোনালি আভা আসবে চুলে।

৩। পটাসিয়াম সমৃদ্ধ পেঁয়াজের খোসা গাছের গোড়ায় দিতে পারে। চমৎকার সার হিসেবে কাজ করবে এটি।

৪। পেঁয়াজের খোসা ফুটিয়ে সেই পানি দিয়ে চুল ধুয়ে নিলে খুশকি দূর হয়।