বসন্তের পোশাকে পাখি ও ফুলের রঙ

প্রকৃতিতে বসন্তের আগমনী ধ্বনি শোনা যাচ্ছে। ফ্যাশন হাউসগুলো বসন্ত উদযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছে এরই মধ্যে। ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’ পহেলা ফাল্গুন উপলক্ষে রঙিন আয়োজনে সেজেছে।

পাখির রঙ ও পলাশ ফুল প্রেরণা হয়েছে রঙ বাংলাদেশের এবারের বসন্ত সংগ্রহে। পাখি প্রকৃতির অনিন্দ্য উপহার। রঙের বৈচিত্র্য আর বাহারে চোখ জুড়ায়। রংধনুর প্রতিটি রঙই আছে পাখিদের শরীরে। আর পলাশ ফুলের সাথে বসন্তের এক নিবিড় যোগাযোগ রয়েছে। এসব রঙে প্রাণিত হয়েছেন রঙ বাংলাদেশ এর ডিজাইনাররা। তাই  কাপড় ক্যানভাস হয়ে উঠেছে বর্ণময়।

মূল রঙ হিসেবে হলুদ, গোল্ডেন হলুদ, প্যারোট গ্রিন, পেস্ট, নীল, লাল, সাদা, পিচ, মিন্ট, কমলা, লেমন, হলুদ ও অলিভ ব্যবহার করা হয়েছে। হাফসিল্ক, স্লাব কটন, পেপার সিল্ক, কটন, লিলেন, নেট, ধুপিয়ান ও সেমি পিওর কাপড়ে পোশাকে নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে।

ট্র্যাডিশানাল পোশাকের পাশাপাশি থাকছে ওয়েস্টার্ন পোশাকও। আরও রয়েছে জুয়েলারি ও নানা উপহার সামগ্রী।