X
বুধবার, ১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন

জীবনযাপন ডেস্ক
১৩ মে ২০২৫, ২০:৩০আপডেট : ১৩ মে ২০২৫, ২০:৩০

ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থে ভরপুর চিয়া বীজ। নিয়মিত চিয়া বীজ খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে। বেশিরভাগ সময় সকালেই খাওয়া হয় এই বীজ। তবে রাতে ঘুমানোর আগেও কিন্তু নিশ্চিন্তে চিয়া বীজ খেতে পারেন। জেনে নিন কোন কোন উপকার পাবেন। 

 

  1. চিয়া বীজে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। রাতে খেলে সকালের মধ্যে হজম হয়ে যাবে খাবার। এর ফাইবার অন্ত্রের সুস্থ ব্যাকটেরিয়াগুলোকেও শক্তি জোগায়। চিয়া বীজ পেট ফাঁপা কমাতে সাহায্য করে এবং আরামদায়ক ঘুমে ভূমিকা রাখে। 
  2. ভেজানো চিয়া বীজ পানিতে ফুলে ওঠে। এগুলো সারা রাত হাইড্রেটেড রাখতে সাহায্য করবে আপনাকে। এছাড়াও চিয়া বীজ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং পটাসিয়ামের মতো ইলেক্ট্রোলাইট সরবরাহ করে, যা সঠিক তরল ভারসাম্য বজায় রাখে এবং রাতের বেলায় পেট ফাঁপা প্রতিরোধ করে।
  3. রাতে প্রায় এটা-ওটা খেতে ইচ্ছে করে আমাদের। ফলে অস্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়া হয় ও ওজন বাড়ে। চিয়া বীজের জেলের মতো ঘনত্ব এবং ফাইবারের পরিমাণ পেট ভরে যাওয়ার জন্য যথেষ্ট। রাতে অতিরিক্ত খাবার খাওয়া রোধ করতে তাই চিয়া সিড খেতে পারেন। এ বীজের প্রোটিন তৃপ্তি বাড়ায় এবং শক্তি স্থিতিশীল রাখে।
  4. চিয়া বীজে ট্রিপটোফ্যান থাকে। এটি একটি অ্যামিনো অ্যাসিড যা শরীরকে সেরোটোনিন এবং মেলাটোনিন তৈরি করতে সাহায্য করে। এগুলো উভয়ই রাতের ভালো ঘুমের জন্য অপরিহার্য। ঘুমানোর আগে এক গ্লাস চিয়া বীজের পানি খেয়ে নিন। শান্ত হবে শরীর ও মন। 
  5. চিয়া বীজে ওমেগা-৩, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্রোটিন থাকে, যা শরীর বিশ্রাম নেওয়ার সময় পেশী মেরামতে  সহায়তা করতে পারে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উচ্চ পরিমাণ পেশীর ব্যথা কমাতে সাহায্য করে। চিয়া বীজ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং পটাসিয়াম সরবরাহ করে, যা পেশীর ক্র্যাম্প প্রতিরোধে ভূমিকা রাখে। 
  6. চিয়া বীজ ধীরে ধীরে শক্তি নির্গত করে, যা রাতারাতি রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং ভোরের দিকে শক্তির ক্ষয় কমাতে সাহায্য করে। এই ক্ষুদ্র বীজগুলোতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে, যা কার্বোহাইড্রেটের হজম এবং শোষণকে ধীর করে দেয়। এটি খাবারের পরে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি এবং ক্ষয় রোধ করতে সাহায্য করে। এছাড়া চিয়া বীজে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং ম্যাগনেসিয়াম থাকে, যা ইনসুলিন সংবেদনশীলতা এবং সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্য ভালো রাখে। 


তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
গরমে শরীর ঠান্ডা রাখবে এই ১০ খাবার
এক চামচ চিয়া সিড খেলে যেসব উপকার পাবেন
সর্বশেষ খবর
২৭ সাংবাদিকসহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবীর
২৭ সাংবাদিকসহ ৮০ জনের বিরুদ্ধে মামলার আবেদন জাতীয়তাবাদী আইনজীবীর
পরিবেশবান্ধব কারখানায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল
পরিবেশবান্ধব কারখানায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম
৬০০ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগ নিশ্চিত করলেন ট্রাম্প
৬০০ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগ নিশ্চিত করলেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন