চুল পড়া কমাতে আমলকীর তেল বানাবেন যেভাবে

চুল পড়ে যাওয়া আটকাতে ভিটামিন সি সমৃদ্ধ আমলকীর তেল বেশ কার্যকর। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমার পাশাপাশি চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে। জেনে নিন কীভাবে আমলকীর তেল বানাবেন ও ব্যবহার করবেন চুলে।

 

চার-পাঁচটি আমলকী কেটে নিন। বিচি ফেলে দিন। ১ কাপ নারিকেল তেলে কিছু মেথি ও আমলকীর টুকরোগুলো দিয়ে ফুটিয়ে নিন অল্প আঁচে। চাইলে আমলকী বেটে বা থেঁতো করে দিতে পারেন। সেক্ষেত্রে ভালো করে ছেঁকে নিতে হবে তেল। নামিয়ে ঠান্ডা করে একটি কাচের বয়ামে ভরে রাখুন আমলকীর তেল।

সপ্তাহে দুই বা তিন দিন গোসলের ঘণ্টাখানেক আগে এই তেল ম্যাসাজ করুন চুল ও মাথার ত্বকে। ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ব্যবহার করুন কন্ডিশনার। চুল পড়া কমে যাবে ও চুল মজবুত হবে।