রংপুরে সেইলর

রংপুরে শুরু হলো সেইলরের পথচলা। রংপুরের জি এল রায় রোডে ৫ হাজার ৪শ স্কয়ার ফিট জায়গা নিয়ে আউটলেটটি সাজানো হয়েছে।

 স্থানীয় জেলার ইতিহাস নিয়ে সাজানো হয়েছে নতুন আউটলেট। রংপুরের ভৌগোলিক ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপনার নকশা ফুটিয়ে তোলা হয়েছে ইন-স্টোর ইন্টেরিয়রে। ইন্টেরিয়রের পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরো আউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, সার্ভিস কাউন্টার, আলাদা বসার ব্যবস্থা। রংপুরবাসীদের জন্যও এই নতুন আউটলেটে থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক এবং নানা লাইফস্টাইল পণ্য।

সেইলরের রংপুর আউটলেটটি উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপ এবং সেইলরের কর্মকর্তাবৃন্দ।