প্রিয়াঙ্কা চোপড়ার কাছ থেকে জেনে নিন বিউটি টিপস

বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে পা রেখেছেন অনেক আগেই। সৌন্দর্য আর ব্যক্তিত্ব দিয়ে মুগ্ধ করেছেন কোটি হৃদয়। বলছি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কথা। প্রাকৃতিকভাবেই প্রাণবন্ত ত্বক আর ঝলমলে চুলের অধিকারী এই অভিনেত্রী। বিভিন্ন সময়ে তিনি জানিয়েছেন তার সৌন্দর্যের পেছনের গল্প। জেনে প্রিয়াঙ্কার বিউটি টিপস।

 

হাইড্রেশন
প্রিয়াঙ্কার উজ্জ্বল ত্বকের রহস্য হলো হাইড্রেটেড থাকা। ত্বককে সতেজ এবং লাবণ্যময় দেখাতে সারাদিন প্রচুর পানি পান করেন তিনি। 

স্বাস্থ্যকর জীবনধারা 
ফিট থাকার জন্য নিয়মিত ওয়ার্কআউটের পাশাপাশি তিনি ডায়েটে প্রচুর তাজা ফল এবং সবজি রাখেন। প্রিয়াঙ্কা মনে করেন, সৌন্দর্যের আলোকছটা আসে ভেতর থেকেই। আর এজন্য  স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলার বিকল্প নেই।

অতিরিক্ত মেকআপে 'না' 
যতটা সম্ভব মেকআপ কম নেওয়ার পক্ষপাতী এই অভিনেত্রী। প্রাকৃতিক সৌন্দর্যেই ভরসা করেন তিনি। বিশ্বাস করেন যে মেকআপ এই সৌন্দর্যেই যোগ করে বাড়তি পালক। মেকআপ নিয়ে মুখোশ পরে ফেলার প্রয়োজন নেই। 

চুলের যত্নে প্রাকৃতিক উপাদানের প্যাক
খুব সহজ একটি হেয়ার প্যাক বানিয়ে নিয়মিত চুলের যত্নে ব্যবহার করেন প্রিয়াঙ্কা। টক দইয়ের সঙ্গে ১ চা চামচ মধু ও একটি ডিম ভেঙে মিশিয়ে বানান হেয়ার প্যাক। দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড মাথার ত্বক পরিষ্কার করে ও ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করে। মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে চুলে আনে ঝলমলে ভাব। ডিমে থাকা প্রোটিন, বায়োটিন, ফলেট ও ভিটামিন চুলের বৃদ্ধিতে ভূমিকা রাখে।

ত্বকের যত্নে বিশেষ প্যাক 
২ টেবিল চামচ গমের আটা, ১ চিমটি হলুদ গুঁড়া, কয়েক ফোঁটা লেবুর রস, ১ টেবিল চামচ দই ও পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ২০ মিনিট লাগিয়ে রাখুন ত্বকে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন। দ্রুত চোখে পড়বে মসৃণ, কোমল ও প্রাণবন্ত ত্বকের ঝলক- জানান প্রিয়াঙ্কা। 

আত্নবিশ্বাসই সৌন্দর্য
আত্মবিশ্বাস হলো একজনের সেরা সৌন্দর্য- এমনটা মনে করেন প্রিয়াঙ্কা। আত্মবিশ্বাস যেকোনো চেহারাকে উজ্জ্বল করে তুলতে পারে এবং এটি অনায়াসে মুগ্ধ করে অন্যজনকে। 

তথ্য: বোল্ডস্কাই ম্যাগাজিন ও টাইমস অব ইন্ডিয়া