বেকিং সোডার যত ব্যবহার

বেকিং সোডা

খাবারে ব্যবহৃত বেকিং সোডার রয়েছে বহু আরও ব্যবহার। গৃহস্থালি পরিচ্ছন্নতা থেকে শুরু করে রূপচর্চায়ও কার্যকর এটি। জেনে নিন বেকিং সোডার বিভিন্ন ব্যবহার সম্পর্কে-  

টুথপেস্ট হিসেবে
বেকিং সোডার সঙ্গে ৩ পারসেন্ট হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে তৈরি করুন টুথপেস্ট। নিয়মিত ব্যবহার করলে দাঁতের হলদে ভাব চলে যাবে। এছাড়া সাধারণ টুথপেস্ট ব্রাশে লাগিয়ে বেকিং সোডা ছড়িয়ে ব্রাশ করলেও দাঁত ঝকঝকে হবে।

হ্যান্ড ক্লিনজার হিসেবে
তিন ভাগ বেকিং সোডার সঙ্গে এক ভাগ পানি মিশিয়ে তৈরি করুন হ্যান্ড ক্লিনজার। সাবানের বদলে ব্যবহার করতে পারেন এটি।

ফ্রিজের দুর্গন্ধ দূর করতে
ফ্রিজে দুর্গন্ধ হলে একটি খোলা পাত্রে বেকিং সোডা নিয়ে ফ্রিজের মধ্যে রাখুন। দুর্গন্ধ চলে যাবে।

চুলের যত্নে
শ্যাম্পু ব্যবহারের আগে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন। চুল ঝলমলে হবে।  

গহনা পরিষ্কার করতে
৩ ভাগ বেকিং দসা ও ১ ভাগ পানি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। রূপার গহনা পরিষ্কার করুন পেস্টটি দিয়ে। গহনার কালচে ভাব দূর হবে।

ত্বকের যত্নে
বেকিং সোডার পেস্ট ত্বকে লাগিয়ে ঘষুন। ত্বকের কালচে ভাব চলে যাবে। বেকিং সোডার সঙ্গে অ্যালোভেরার রস মিশিয়ে ত্বকে লাগালে রোদে পোড়া ভাব দূর হবে।

গৃহস্থালি পরিচ্ছন্নতায়
আধা কাপ বেকিং সোডা পানিয়ে মিলিয়ে মেঝে পরিষ্কার করুন। এছাড়া ওভেন ও আসবাব পরিষ্কার করতেও ব্যবহার করতে পারেন এটি।

ফলের বিষাক্ত পদার্থ দূর করতে
ফলের উপর সামান্য বেকিং সোডা ছিটিয়ে পরস্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। বিষাক্ত পদার্থ দূর হবে।

 

/এনএ/