চুলের যত্নে এই ৫ সিরাম বানিয়ে নিন ঘরেই

শক্তিশালী ও ঘন চুলের জন্য সিরামের বিকল্প নেই। সিরাম খুব সহজে শোষণ করতে পারে ত্বক। ফলে ত্বকের গভীরে পুষ্টি পৌঁছে যাওয়া সহজ হয়। ড্রপারের সাহায্যে চুলের গোড়ায় সিরাম লাগিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করতে হয়। রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করতে পারেন নিয়মিত। আবার গোসলের পর ভেজা চুলে লাগালেও উপকার পাওয়া যায়। তবে বাজারে যেসব সিরাম পাওয়া যায় সেগুলো বেশ দামি। কম খরচে ঘরেই বানিয়ে ফেলতে পারেন কয়েক ধরনের সিরাম। জেনে নিন কীভাবে বানাবেন।

  1. নারকেল তেল ও ক্যাস্টর অয়েল নিন ২ টেবিল চামচ করে। এর সঙ্গে কয়েক ফোঁটা রোজমেরি বা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে মিশ্রণটি ম্যাসাজ করুন চুলের গোড়ায়। সপ্তাহে দুই দিন ব্যবহার করুন এই মিশ্রণ।
  2. আধা কাপ গ্রিন টি লিকারের সঙ্গে ২ টেবিল চামচ অর্গান অয়েল মিশিয়ে নিন। ৫-৬ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল মিশিয়ে ৩০ মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  3. জোজোবা অয়েল নিন ১ টেবিল চামচ। এর সঙ্গে মেশান ২ স্কুপ অ্যালোভেরা জেল। ৫-৬ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন এক ঘণ্টা।
  4. অলিভ অয়েল ও পেঁয়াজের রস নিন সমপরিমাণ। এর সঙ্গে কয়েক ফোঁটা মধু বা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ৩০ মিনিটের জন্য চুলে লাগিয়ে রাখুন মিশ্রণটি।
  5. এক্সট্রা ভার্জিন নারকেল তেল নিন ২ চা চামচ। এর সঙ্গে মেশান ১ টেবিল চামচ আমলকীর রস। সপ্তাহে দুইবার এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগান।