ঢাকার ইন্টারকন্টিনেন্টাল উইন্টার গার্ডেনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল গ্লো অ্যান্ড লাভলির নতুন প্রোডাক্ট ব্রাইটেনিং ফেস সিরামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ফারহানা বিথি, সুনেহরা তাসনিম, ঈশায়া তাহসীন, ইশরাত জাহিনসহ দেশের জনপ্রিয় প্রায় ৪০ জন নারী ইনফ্লুয়েন্সার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লো অ্যান্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর এবং হোস্ট হিসেবে ছিলেন সারাহ আলম।
বিকেল ৩টার পর থেকেই অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের আড্ডা জমে ওঠে। তাদেরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন সাবিলা নূর ও সারাহ আলম। গ্লো অ্যান্ড লাভলির শুরুর দিকের গল্প, নারীদের পাশে থাকার গল্প ও ইনফ্লুয়েন্সারদের সাথে স্কিন কেয়ার এনগেজমেন্টের মধ্য দিয়ে গ্লো অ্যান্ড লাভলীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর সবার মাঝে অ্যানাউন্স করেন নতুন প্রোডাক্ট ব্রাইটেনিং ফেস সিরাম। স্কিন কেয়ারের বিশেষ উপাদান নায়াসিনামাইডের সাথে এই সিরাম দেবে ৪ গুণ বেশি গ্লো।
সাবিলা নূর প্রোগ্রামে আসা ইনফ্লুয়েন্সারদের সাথে কথা বলার পাশাপাশি তাদের মতামত জানতে চান। সেই সাথে ট্রেন্ডসেটার ইনফ্লুয়েন্সারদের স্কিন কেয়ার কন্টেন্ট নিয়ে সামনের দিনগুলোর পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজের অভিজ্ঞতা নিয়ে সাবিলা বলেন, ‘এই ব্র্যান্ডটির সাথে যুক্ত হওয়ার অন্যতম উদ্দেশ্য হলো এটি সবসময় নারীদের কথা বলে। নারীদের চাহিদা ও স্বপ্নের কথা ভেবে কাজ করে যাচ্ছে গ্লো অ্যান্ড লাভলি।'