এই গরমে ত্বক শীতল রাখতে যেসব মাস্ক ব্যবহার করবেন

গরমে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। গ্রীষ্মের এই সময়টায় ত্বক সুস্থ রাখতে কুলিং ফেস প্যাক ব্যবহার করতে পারেন। ত্বককে প্রশান্ত করবে প্রাকৃতিক উপাদানের তৈরি এসব মাস্ক। ত্বকের জ্বালাপোড়া, অ্যালার্জি কিংবা লালচে দাগ দূর করতে পারে এসব মাস্ক। জেনে নিন ৫টি মাস্ক বানানোর পদ্ধতি। 

  1. শসা আমাদের ত্বক শীতল করে, অন্যদিকে অ্যালোভেরা হাইড্রেট রাখে ত্বক। ১টি শসা এবং ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। 
  2. ওটমিল ফেস মাস্ক ত্বককে পুষ্টি জোগায় এবং প্রশান্ত করে। লালচে ভাব এবং জ্বালাপোড়া কমাতেও সহায়ক এই মাস্ক।  ২ টেবিল চামচ ওটমিল সেদ্ধ করে ঠান্ডা করে নিন। এরপর, ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ দই মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। 
  3. অ্যান্টিব্যাকটেরিয়াল এবং প্রোবায়োটিক বৈশিষ্ট্যে ভরপুর প্যাক তৈরি করতে পারেন দই ও মধু দিয়ে। ত্বককে গভীরভাবে পুষ্টি জোগায় এই প্যাক। ২ টেবিল চামচ দই এবং মধু একসঙ্গে মিশিয়ে নিন। ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। 
  4. তরমুজ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফেস প্যাক। ভিটামিন এবং হাইড্রেশনে ভরপুর এই প্যাক ত্বক উজ্জ্বল ও শীতল করে। ১ কাপ তরমুজের টুকরা ব্লেন্ড করে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  5. ত্বকে শীতল অনুভূতি এনে দেয় পুদিনা। ১ টেবিল চামচ পুদিনা পাতা ও ১টি সবুজ টি ব্যাগ ২ টেবিল চামচ গরম পানিতে ভিজিয়ে রাখুন। ঠান্ডা হলে ব্লেন্ড করে নিন সবকিছু। মিস্রমতি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।