ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ উদ্বোধন করেছে তাদের ৩য় বৃহত্তর ফ্ল্যাগশিপ স্টোর। বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার অন্যতম ব্যস্ত ও কেন্দ্রীয় এলাকা সায়েন্স ল্যাব মোড়ে উৎসবমুখর পরিবেশে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন লা রিভ-এর প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস, রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রেজাউল হাসান, ব্র্যান্ড ডিজাইনারসহ আরও অনেকে।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, 'গ্রাহকদের ভালোবাসা ও চাহিদা থেকেই আমরা ধানমন্ডি এলাকায় আরও বড় পরিসরে ফ্ল্যাগশিপ স্টোরটি চালু করেছি। ৩ তলার এই নতুন স্টোরটি দেখতে যেমন চমকপ্রদ, তেমনি ভেতরে ঢুকলেই মিলবে ফ্যাশন আর আরামদায়ক পরিবেশের অসাধারণ মিশেল। আমরা চেয়েছি এমন একটি জায়গা তৈরি করতে, যেখানে গ্রাহকরা শুধু শপিংই করবেন না, বরং প্রতিদিনের লাইফস্টাইল ট্রেন্ডও উপভোগ করবেন তাদের মতো করে। শপিং যেন শুধুই কেনাকাটা না হয়ে এক ধরনের আনন্দময় অভিজ্ঞতা হয়ে ওঠে, এই লক্ষ্যেই এই নতুন স্টোরের পরিকল্পনা।'
উদ্বোধনের দিনে ৩ হাজার টাকার কেনাকাটায় থাকছে ৩০ শতাংশ ছাড়। ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত সিঙ্গেল ইনভয়েজে ৫ হাজার টাকা বা তার বেশি কেনাকাটায় পাওয়া যাবে ২৬ শতাংশ ছাড়।