জাগৃতি প্রকাশনী ও অনলাইন বুক শপ রকমারি ডট কম-এর উদ্যোগে শুরু হয়েছে জাগৃতি-রকমারি ডট কম অনলাইন বইমেলা। এ মেলা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত যেখানে পাঠক জাগৃতি প্রকাশনীর যেকোনও বইয়ে পাবেন ন্যূনতম ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
www.rokomari.com ভিজিট করে অথবা ১৬২৯৭ নাম্বার ডায়াল করে রকমারি কাস্টমার কেয়ার-এর মাধ্যমে বই অর্ডার করা যাবে। অনলাইন অর্ডারে দেশের যেকোনও জেলায় যেকোনও সংখ্যক বইয়ের ডেলিভারি চার্জ ৩০ টাকা। বই হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধা আছে।
/এনএ/