পূজায় কাজলের বেনারসিটা কত পড়লো?

দুর্গাপূজার দ্বিতীয় দিনেই গাঢ় নীল বেনারসি পরে চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন অনেকের। শাড়িটার নকশা করেছিলেন ভারতের নামকরা ডিজাইনার আনিতা ডোংরে। ব্যাকলেস ব্লাউজ ও অনবদ্য কিছু গহনা কাজলকে অকৃত্রিম পূজার সাজে সাজিয়েছিলেন স্টাইলিস্ট রাধিকা মেহরা।

 

শাড়ির নাম পানিতা বেনারসি। সিল্ক কাপড়ে হাতেবোনা শাড়িটিতে আছে ডোংরের তৈরি গোটা পাতার নকশা।

কাজল ছাড়াও ডোংরের নকশায় শাড়িটা পড়েছেন অন্য মডেলরাও

শাড়ির পরতে পরতে আছে মুক্তা ও জরির কাজ।

পূজার মধ্যমণি হতে এমন একখানা শাড়িই তো যথেষ্ট

একটি পানিতা শাড়ির দাম পড়বে ৮০ হাজার রুপি।