অক্সিমিটার ব্যবহারে ভুল হচ্ছে না তো?

অক্সিমিটার এখন ঘরে ঘরে। কোভিড হোক আর না হোক, অক্সিজেন মেপে দেখা চাই সবার। যন্ত্রটা থেকে একটা আলোর রশ্মি ত্বক ভেদ করে রক্তের হিমোগ্লোবিনে থাকা অক্সিজেনের পরিমাণের একটা শতাংশ বের করে দেয়। কিন্তু মাপতে গিয়ে সামান্য ভুলচুক হলেই দেখাতে পারে ভুল রিডিং। তাতে টেনশন বেড়ে গিয়ে যেমন পালপিটিশন বেড়ে যেতে পারে, তেমনি আবার নিশ্চিন্তে থাকার কারণে, করোনা সংক্রমণ চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে।

 

অক্সিমিটার ব্যবহারের আগে যা বিবেচনা করতে হবে-

  • নেইলপলিশ লাগিয়ে ওই আঙুল অক্সিমিটারে দিয়ে লাভ নেই। নখের রঙের কারণে ভুল ফল দেখাবে।
  • অক্সিমিটার ব্যবহারের আগে হাত ভালো করে পরিষ্কার করে সাধারণ তাপমাত্রায় নিয়ে আসতে হবে।
  • অনেক সময় ত্বকের রঙ বা বিশেষ কোনো দাগের কারণেও ভুল রিডিং আসতে পারে।
  • সঠিক ফল পেতে আঙুলটাকে সোজা করে ধরে রাখুন। বাঁকা বা ভাঁজ করে নয়।
  • আঙুল প্রবেশ করানোর পর কমপক্ষে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন।
  • আঙুলগুলোর মধ্যে তর্জনী বা মধ্যমাই অক্সিমিটারের জন্য সবচেয়ে উপযুক্ত।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া