প্রজাপতির ডানা, ফুল ও টুনটুনি নিয়ে এলো বিশ্বরঙ

ঈদের কেনাকাটার তালিকায় সবার আগে আসে শিশুদের জামাটাই। তাই তাদের জন্য নানা নকশা ও প্যাটার্নের একরাশ জামা এনেছে বিশ্বরঙ।

বিশ্বরঙে শিশুদের জামা

নকশার পাশাপাশি মোটিফ হিসেবে প্রজাপতির ডানা, কাপড়ের ফুল, টুনটুনি পাখি ব্যবহার করা হয়েছে পোশাকগুলোতে। থাকছে আরও সব বাহারি নকশা ও বিন্যাস।

বিশ্বরঙে শিশুদের জামা

গরম আবহাওয়ার কথা মাথায় রেখে আরামের জন্য সুতি কাপড়ই বেশি। ব্যবহার করা হয়েছে ধুপিয়ান সিল্ক, জয় সিল্ক, তসর, সফট সিল্ক, কাতান, ছাড়াও অর্নামেন্টেড কাপড়। রঙের ব্যাবহারে কন্ট্রাস্ট কালারের পাশাপাশি অফহোয়াইট, সাদা, লাল, মেরুন, রয়েল ব্লু, সবুজ ও সোনালীর মানানসই ব্যবহার দেখা যায় সবগুলো পোশাকে।

বিশ্বরঙে শিশুদের জামা

কাজের মাধ্যম হিসেবে থাকছে এমব্রয়ডারি, জারদৌসি, কারচুপি, কাটওর্য়াকসহ মিশ্র মাধ্যমের কৌশল।

বিশ্বরঙে শিশুদের জামা

ঘরে বসেই কেনাকাটা করা যাবে অনলাইনে। ওয়েবসাইট, ফেইজবুক পেইজে থাকছে অর্ডার করার ব্যবস্থা।