যথাশিল্পে ‘বর্ষামঙ্গল’

ইতোমধ্যেই নকশি নিয়ে কাজ করে নজর কেড়েছে ‘যথাশিল্প’। এবার তাই বর্ষাকে আমন্ত্রণ জানিয়ে এনেছে নকশি টিশার্ট ও নোটবুক।

ষড়ঋতুর বাংলাদেশে প্রকৃতিতে সাজ সাজ রব পড়ে বর্ষায়। বাংলা সাহিত্যেও এক বিশাল অংশ জুড়ে রয়েছে বর্ষার কথা। কিন্তু শহরায়নের যুগে বর্ষার অনুভূতিও যেন আটকে আছে চার দেয়ালে। গ্রাম বাংলার বাদল দিনের সেই অনেক আগেকার স্মৃতিটুকু ধরে রাখতে যথাশিল্পের বর্ষামঙ্গল টিশার্ট আর নোটবুকে ফুটে উঠেছে আবহমান বাংলার কিছু দৃশ্য।

যথাশিল্পের নোটবুক

ব্যাঙ-এর ছাতা, কোলাব্যাঙ, সোনার তরীর মাঝির বৃষ্টিতে ভিজে নৌকায় বাড়ি ফেরা, বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসানো; নোটবুকে এসব ফুটিয়ে তোলা হয়েছে সূচিকর্মের মাধ্যমে। সুতির টিশার্টে করা হয়েছে স্ক্রিন প্রিন্ট।

অর্ডার করতে ভিজিট করুন যথাশিল্পের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেইজ