টিপস : সময় বাঁচান স্মার্টফোনে

হাতে সময় থাকলে এমনিতেই অনেক কাজ সহজ হয়ে আসে। আর সারাক্ষণের সঙ্গী স্মার্টফোনটাকে আরেকটু স্মার্ট উপায়ে ব্যবহার করতে জানলেই বাঁচানো যাবে মহামূল্যবান সময়।

 

রুটিনের অ্যাপ

চাইলেই একটি অ্যাপ দিয়ে নিজের কাজগুলোকে ছকে বেঁধে ফেলতে পারেন। ব্যবহার করতে পারেন ফোকাস বুসটার অ্যাপ। এতে কোন কাজের জন্য কত সময় দিচ্ছেন সেটা তো ঠিক করে রাখা যাবেই, কাজটার প্রতি আপনার মনযোগও বাড়বে। আবার সময়ে সময়ে ফোনই আপনাকে সব মনে করিয়ে দেবে।

 

ফোনের সার্চ বার

এমনটা প্রায়ই হয় যে ফোনে একটা অ্যাপ দরকার কিন্তু অনেকক্ষণ ধরে সোয়াইপ করেও তা নজরে পড়ছে না। এক্ষেত্রে প্রথমেই ফোনের বিল্ট-ইন সার্চ বারে গিয়ে অ্যাপটির নাম লিখুন। সহজেই চলে আসবে। হোমস্ক্রিনটি ওপর থেকে নিচের দিকে টানলেই এই বার পাবেন। আইফোনের এই সার্চ বারে ক্যালকুলেটরের কাজও করা যায়।

 

ফোনের ভয়েস

কাজে ব্যস্ত থাকলে আমরা ফোনের মেসেজ বা ই-মেইল পড়তে পারি না। ফোনের একটি অপশন চালু থাকলে ফোনই ওই মেসেজ পড়ে শোনাবে। সেটিংস-এ গিয়ে জেনারেল,  অ্যাকসেসিবিলিটি থেকে স্পিচ কিংবা স্পিক স্ক্রিন জাতীয় অপশন অন করে দিন।

 

অ্যাপ মুছুন

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ব্যবহারকারীরা গড়ে প্রায় ২ ঘণ্টা ২২ মিনিট সময় নষ্ট করে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। চেষ্টা করুন এমন আ্যাপ কম ব্যবহার করার। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম ২টিই থাকলে যেকোনও একটি ব্যবহার করুন।

 

ওয়েবসাইট সেভ করুন

কোনও সাইটের কোনও আর্টিকেল পড়ছেন, কিন্তু হাতে সময় নেই। এমন অবস্থায় ওটাকে সেভ করতে ‘পকেট’ অ্যাপটি ব্যবহার করতে পারেন।

 

অ্যাপে প্রশান্তি

শরীরচর্চা বা এ সংক্রান্ত নানা ধরনের অ্যাপ পাওয়া যায়। ফোনটাকে মাঝে মাঝে নিজের মানসিক প্রশান্তির জন্যও ব্যবহার করুন। এক্ষেত্রে ইনস্টল করতে পারেন দ্য মাইন্ডফুলনেস অ্যাপ। অবশ্য ‘মেডিটেশন’ লিখে সার্চ করলেও পাবেন আরও অনেক অনেক অ্যাপ।

 

ডু নট ডিসটার্ব

জরুরি কাজ বা প্রজেক্ট নিয়ে ব্যস্ত? ফোন, মেসেজ বা নোটিফিকেশনে মনোযোগ দিতে চান না? এমন সময় ব্যবহার করুন ডু নট ডিসটার্ব মুড। এতে ফোন বন্ধ না রেখেও নিরিবিলি কাজটা শেষ করতে পারবেন।

 

সোয়াইপ কিবোর্ড

দ্রুত টাইপ করতে চান? সোয়াইপ কিবোর্ড অ্যাপ ব্যবহার করুন। এটি রপ্ত করতে পারলে দ্বিগুণ গতিতে টাইপ করতে পারবেন। যাদের ফোনে ইংরেজিতে অনেক বেশি লিখতে হয়, তাদের জন্য এটি বেশ কাজের। আবার বাংলায় স্পিচ টু টেক্সট অ্যাপও পাওয়া যায়। যা ইনস্টল করা থাকলে টাইপের ঝামেলাই থাকবে না। মুখে বললেই সেটা শুদ্ধ বানানে টাইপ হয়ে যাবে। এতে অন্তত চ্যাটিংয়ের সময় বাঁচবে ঢের।