‘দেশ ও একটি জঠরের মৃত্যু’ উপন্যাসের মোড়ক উন্মোচন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা সাহিত্যিক জয়শ্রী দাসের ‘দেশ ও একটি জঠরের মৃত্যু’ উপন্যাসের মোড়ক উন্মোচন হয়েছে। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় মোড়ক উন্মোচন হয়। 

এ সময় উপন্যাসটির বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করে উপস্থিত অতিথিরা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কথাসাহিত্যিক জয়শ্রী দাস। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘বইটি যদিও ছোট, তবে এর বিশালতা সমুদ্রের মতো। কারণ এই বইটিতে একটি দেশ বিবর্তিত হয়েছে, একজন মা বিবর্তিত হয়েছে। এমনকি একটি নবজাতকও বিবর্তিত হয়েছে। বইটিতে এই তিন চরিত্রেরই মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যুর মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে একটা জাতি। আর সেটিই হচ্ছে আমাদের স্বাধীনতা।’ 

বিশেষ অতিথির বক্তব্যে কলামিস্ট ও সাংবাদিক আবেদ খান বলেন, ‘আমি বইটি পড়েছি। এর কেন্দ্রীয় যে চরিত্র তাকে আমি চিনি। ব্যক্তিগত না পারিবারিকভাবে চিনি। বইটিতে আমার গ্রাম, আমার মানুষ উঠে এসেছে। এই বইয়ে যে শেষ পরিণতি হয়েছে, সেটা আমার জন্য মেনে নেওয়া খুবই কষ্টের ছিল। আশা করি সকলেই বইটি পড়বেন, এতে করে জয়শ্রী উৎসাহিত হবে।’ 

বিশেষ অতিথির বক্তব্যে বিএসটিআই এর সাবেক অতিরিক্ত সচিব এ কে ফজলুল আহাদ বলেন, ‘বইটিতে আমার সম্পর্কে যা বলা হয়েছে তা মূলত আমার ছাত্র জীবনের গল্প।’

কবি নাসির আহমদ বলেন, ‘লেখিকাকে আমি জানতাম কলামিস্ট হিসেবে। আমি আগেও তার বেশ কিছু লেখা পড়েছিলাম। এই বইটিকে আমি উপন্যাস না বলে ‘প্রায় উপন্যাস’ বলতে চাই কারণ বইটিতে কাজ করার আরও অনেক কিছু রয়ে গেছে। আগামী সংস্করণে লেখিকা বইটির ভাষা নিয়ে কাজ করবেন বলে আমি আশা করছি।’ 

‘দেশ ও একটি জঠরের মৃত্যু’ উপন্যাসের প্রকাশক টাঙ্গন প্রকাশনীর প্রকাশক অজয় কুমার রায়। 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব মো. নজরুল ইসলাম,  কবি আসাদ কাজল, মানিক লাল ঘোষসহ অনেকে।