দুঃসংবাদ শুনে স্তব্ধ হয়ে আছি : অলোকরঞ্জন দাশগুপ্ত

বেলালের চলে যাওয়ার দুঃসংবাদ শুনে স্তব্ধ হয়ে আছি। কিছুদিন হলো তাঁর শারীরিক বিপর্যয়ের কথা আমার কানে এসেছিল। সেজন্য মনকে বেঁধে রাখবার চেষ্টা করছিলাম, বেলাল যেন আমাদের মধ্যে আরও কিছুদিন থাকে। তাঁকে নিয়ে আমার স্মৃতি শিশিরের মতো সতেজ হয়ে আছে। আসলে বেলাল কলকাতারই মানুষ। কৃত্তিবাসের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর সেই কলকাতাকে নিজের মধ্যে সংহতভাবে পেয়েছিল। আমার মনে হয় যেন কৃত্তিবাসের জয়নিশান নিয়েই সে বাংলাদেশে চলে যায়। সেজন্য মনে হয়নি আমাদের মধ্যে কখনো ভৌগলিক ব্যবধান হয়েছে।

আজ তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করতে বসিনি। কেন না বেলাল আমাদের কবিতা ভাবনারই নিরন্তর সঙ্গী হয়ে আছে এখনো। বেলাল সেই ঘরানার মানুষ−যেখানে কবিতা লেখা আর কবিতার ব্যাপক মঞ্চায়ন প্রায় সমর্থক। এর ফলে এটাও মেনে নিতে হবে যে, বেলাল কাল্টের চর্যায় নিজেকে নিয়োজিত করেছিল। এর ফলে এটাই ঘটেছে যে, দুই বাংলার পাঠক ক্রমশ আরও বেশি কবিতাপাঠের দিকে ঝুঁকে পড়েছে। আজ আমরা অবিস্মরণীয় একজন কবি ও কবিতাকর্মীকে নিবিড় স্নেহবিনতি জানাই।