ইউল্যাবে নাট্যকার মামুনুর রশীদের কর্মশালা

‘থিয়েটার ইউল্যাব’ শনিবার অভিনয় বিষয়ক কর্মশালার আয়োজন করে। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষার্থী ও ‘থিয়েটার ইউল্যাব’ ক্লাবের সদস্যগণ এই কর্মশালায় অংশগ্রহণ করে৷ 'থিয়েটার ইউল্যাব' প্রতি সেমিস্টারে মঞ্চনাট্য বিষয়ক নানান কর্মশালা আয়োজন করে।

বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ
নাট্যকার মামুনুর রশীদ তাঁর দীর্ঘ নাট্য-জীবনের নানান অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি স্তানিস্লাভস্কির একটি উক্তি তুলে ধরে বলেন "একজন অভিনয় শিল্পীকে প্রয়োজনে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে"।


থিয়েটার ক্লাবের উপদেষ্টা মো. মুনতাসির বলেন “কর্মশালা আয়োজন ও নিয়মিত নাটক মঞ্চস্থের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা ও শিল্পবোধ তৈরি করাই আমাদের লক্ষ্য।”