জাহাঙ্গীরনগরে শুরু হচ্ছে স্বাধীনতা বইমেলা

আমন্ত্রণ পত্রজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের উদ্যোগে আগামী ২৪ মার্চ থেকে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রকাশিত গ্রন্থ নিয়ে প্রকাশনা উৎসব ও সাত দিনব্যাপী ‘স্বাধীনতা বইমেলা-২০১৬’ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু দায়েন বলেন, ‘আমরা আশা করছি, বরাবরের মতো এবারও বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রকাশনা সংস্থা আমাদের এ বইমেলায় অংশ নেবে।
উৎসবের আহ্বায়ক ড. তারেক রেজা বলেন, ‘আমরা এই উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করি, গত বছরের মতো এবারও অর্ধ শতাধিক প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে। যেমন- বাংলা একাডেমি, নজরুল ইন্সট্রিটিউট, কাগজ প্রকাশন, প্রথমা, কথা প্রকাশ, ইউপিএল, অক্ষর, আদর্শ, ইত্যাদি, বিশ্বসাহিত্য ভবন, শ্রাবণ, চৈতন্য, মনন, মাওলা, অনিন্দ্য ও শোভা প্রকাশনীসহ আরো বেশ কিছু প্রকাশনী।
প্রকাশনা উৎসব ও স্বাধীনতা বইমেলাকে কেন্দ্র করে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে।