দুপুরবেলা

দুপুরবেলা, নিজের ছুটিতে বসে আছি; সোম বা মঙ্গল; প্রায় প্রতিদিনই;
আর এই দুপুর কর্মহীনের চেয়েও অনুদ্যোগী; দুএকটা পাখি হঠাৎ
শিকার ধরতে বেরোয়, হঠকারী যেন, বা বলতে, আলোড়ন আছে এখনও শূন্যে;

সংগম শেষে ঘুমানো যায়, বা ঠান্ডা বিয়ার; বা যুগপৎ;
হয়ত দুপুরের গর্তে কারফিউ উঁকি দিয়ে আছে;
হয়ত তুমি ঊরুভর্তি ঘামে ডুবে আছো;