কাল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

আগামীকাল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ ঘোষণা হতে যাচ্ছে। এ উপলক্ষে সকাল ১১টায় একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলার সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৫ ঘোষণা করবেন।

বাংলা একাডেমি ১৯৬০ সালে প্রচলনের পর থেকে গত অর্ধশতক ধরে বাংলা সাহিত্যের সবচেয়ে সম্মানজনক পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে।

২০১৪ সালে পুরস্কার পেয়েছেন: শিহাব সরকার (কবিতা), জাকির তালুকদার (কথাসাহিত্য), শান্তনু কায়সার (প্রবন্ধ), ভূঁঁইয়া ইকবাল (গবেষণা), আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন(মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য), মঈনুস সুলতান (ভ্রমণসাহিত্য), খালেক বিন জয়েন উদ্দীন (শিশুসাহিত্য)।
প্রতিটি বিভাগে পুরস্কারের মূল্যমান ১ লক্ষ টাকা। পুরস্কারপ্রাপ্তদের পুরস্কারের অর্থের সঙ্গে সম্মাননাপত্র ও সম্মাননা প্রতীক প্রদান করা হয়।