অবরুদ্ধ সময়ের কবিতা

পৃথিবীর রুগ্ন জানালায়

noname

পৃথিবীর রুগ্ন জানালায় আমি এক বিষণ্ন প্রেমিক

অগণিত স্বপ্নে বোনা আলো ও হাওয়ার পৃষ্ঠা উল্টিয়ে

যেন অপেক্ষা করছি—আসন্ন অন্ধকারের

আর ঘরবন্দি হৃদয় গলে পড়ছে নিপুণ ভঙ্গিতে!

 

হে মহাপৃথিবী, দেখো, মানুষেরা আজ পরস্পর সন্দিহান

নিজের হাতেও যেন লেগে আছে পুঁজি আর মুনাফার পুঁজ—

দৈনন্দিন মৃত্যু-মিছিলের ধূসরতা বুকে নিয়ে

বেঁচে থাকার স্বপ্নকেই যে করে চলেছে তমশাচ্ছন্ন...

 

প্রতিদিন রাত্রি অবধি জেগে থাকি অসহ্য দহনে

মৃত্যুর ছায়া বড় হতে হতে বিশাল বৃক্ষ হলেও 

জানি, তুমিই দেবে প্রেম ও প্রাণ—সমূহ স্বপ্নের উজ্জয়নী

এবার তো বন্ধ জানালাগুলো অবারিত হোক—

 

পৃথিবীর রুগ্ন জানালায় আমি এক আশাবাদী প্রেমিক 

জীবনের আলো পেতে বিছিয়ে রেখেছি পলকহীন দৃষ্টি...