X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান

সাহিত্য ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪, ১৪:৫৩আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৪:৫৩

ধানসিড়ি-দূর্বা প্রবর্তিত জীবনানন্দ পুরস্কার-২০২৪ পেয়েছেন কবিতায় কবি জাহিদ হায়দার এবং কথাশিল্প ও প্রবন্ধসাহিত্যে কথাসাহিত্যিক মোস্তফা তারিকুল আহসান।

আজ ২৩ এপ্রিল পুরস্কার চূড়ান্তকরণ কমিটির সদস্য সচিব ও ধানসিড়ি সম্পাদক মুহম্মদ মুহসিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

২০০৭ সাল থেকে ধানসিড়ি সাহিত্য সৈকত ও ছোটকাগজ দূর্বা-এর যৌথ উদ্যোগে এই পুরস্কার প্রদান করা হয়।

কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর এই পুরস্কারের অর্থমূল্য ও সম্মাননাপত্র আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেয়া হবে।

পুরস্কারপ্রাপ্তদের প্রতিটি সাহিত্যকর্মের উপর একটি করে সমালোচনা-প্রবন্ধ ধানসিড়ি-২০২৪ সংখ্যায় প্রকাশিত হবে। 

কবি জাহিদ হায়দার ১৯৫৬ সালে পাবনার দোহারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ : স্বপ্নপাড়ানি, অববাহিকায়, প্রেমকে যখন বানিয়ে ফেলেছি খুনি, অশেষ উপসংহার, আমার মাটির খুব জ্বর, নির্বাচিত কবিতা ইত্যাদি।
উপন্যাস : আটমাত্রা, প্রেম ও মৃত্যুর কথন, অশনিপর্ব।
গল্পগ্রন্থ : প্রেক্ষাপটের দাসদাসী, বিচ্ছিন্নতার আগে ও পরে, জীবিকাজট ও আটমাত্রা।
ভ্রমণগ্রন্থ : যখন ক্যামবডিয়ায়।

কথাসাহিত্যিক মোস্তফা তারিকুল আহসানের জন্ম ১৯৭০ সালে সাতক্ষীরায়। তার প্রকাশিত কাব্যগ্রন্থ : যদিও জাতিস্মর নই, এ দৃশ্য হননের, কন্টিকিরি রাত, মেঘেদের ইশতেহার ইত্যাদি।
গল্পগ্রন্থ : মহাপ্রস্থান, কয়েকটি বালকদিগের গল্প, গল্প গল্প খেলা, মাহবুবের কুটিরশিল্প, নমস্কার ইত্যাদি।
প্রবন্ধ-নিবন্ধ : সৈয়দ শামসুল হকের সাহিত্যকর্ম, বাংলাদেশের কবিতা : উপলব্ধির উচ্চারণ, সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য, শ্রীকৃষ্ণকীর্তন কাব্য (সম্পাদনা), রবীন্দ্রনাথ : কণিকা, খাপছাড়া ও ফুলিঙ্গ।

জীবনানন্দ পুরস্কারের রীতি হচ্ছে— ধানসিড়িদূর্বা’র উদ্যোগে ৫ জন কবি ও ৫ জন কথাসাহিত্যিকের একটি সংক্ষিপ্ত তালিকা জীবনানন্দ-পুরস্কারপ্রাপ্ত ১০ জনের কাছে প্রেরণ করা হয়। ওই ১০ জনের নির্বাচনে বা ভোটের ভিত্তিতে একজন কথাসাহিত্যিক ও একজন কবিকে জীবনানন্দ পুরস্কার প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এটি একটি দ্বিবার্ষিক পুরস্কার।

এর আগে এ পুরস্কার পেয়েছেন— কবি জুয়েল মাজহার ও কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার (২০১৯), কবি মাসুদ খান ও কথাসাহিত্যিক মহীবুল আজিজ (২০১৬), কবি খালেদ হোসাইন ও কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম (২০১৪), কবি খোন্দকার আশরাফ হোসেন ও প্রাবন্ধিক শান্তুনু কায়সার (২০১৩), কবি কামাল চৌধুরী ও কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার (২০০৮) এবং কবি আসাদ মান্নান ও কথাসাহিত্যিক সালমা বাণী (২০০৭)।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’