অবরুদ্ধ সময়ের কবিতা

মরা = রাম

noname

মাছ, পাখি, ফুল, বাতাস

মনে করিয়ে দেয়—

ধরিত্রী মানুষের একার নয়,

রোগ-শোক জয় করে

মহান কর্পোরেট ভেবেছিলো—

পা গেলে পা লাগানো যায়

কিডনি ,, কিডনি  ,,  ,,

হার্ট    ,,  হার্ট    ,,  ,,

চোখ   ,,  চোখ   ,,  ,,

মাথা   ,,  মাথা   ,,  ,,

পশ্চিম এক চির যৌবনের নাম!

পূর্বকে মরা বলতে বলতে বলতে

নতুন রামের জন্ম হয়।

এক দেহের এত বিভাজন?

ফসলের সুষম বণ্টন হোক

অ্যাকাউন্ডে চলে আসুক হিসসা।