অবরুদ্ধ সময়ের কবিতা

আরেকবার মানুষের মুখোমুখি হতে চাই

noname

পৃথিবীটা আসলে কোনদিকে যাবে? আমরা কি

ক্রমশ লকডাউনের মধ্যেই আবদ্ধ হয়ে থাকবো? ঋতুরাজ

বসন্ত প্রকৃতিকে নিয়ে নেচে বেড়াচ্ছে দিনরাত্রি।

প্রকৃতি ক্রমশ সরে গ্যাছে মানুষের কাছ থেকে!

অভিশপ্ত নগরী চিন্তিত, নীরব হয়ে মুণ্ডহীন দেহের ওপর রুগ্নতা ছড়িয়ে

দিয়ে নিলামে চড়িয়ে দিয়েছে হৃৎপিণ্ড! আমরা বিচ্ছিন্ন

হতে হতে ক্রমশ ক্রমশ রহস্যময় নগরীতে পৌঁছে যাচ্ছি

আমাদের চিন্তার সূত্র ধরে ঝুলছে করোনা—মহা দুর্যোগের

নাম। আমরা কী একে অন্যকে ক্রমশ অস্বীকার করতে চাইব?

বিশ্বাস হারানোর পূর্বে আমরা আরেকবার মানুষের

মুখোমুখি হতে চাই! কিন্ত ক্রমাগত মানুষ তার বিশ্বাস

হারিয়ে ফেলতে পারে, দীর্ঘ অপেক্ষা আতঙ্ক ও সূর্যাস্তের

কথা মনে করিয়ে দেয়! সেই উদ্দামতাও স্তব্ধতায় ক্লান্ত

আজ। ঘাম আর কোলাহলের মধ্যে যারা করোনাকে তুচ্ছ

করে পথে পথে গ্রীষ্মের নিঃসঙ্গতাকে তুড়ি মেরে উড়িয়ে

দিয়ে জীবনকে দেখে নিতে চায় শেষবার! তারা কী মানুষ

না যমদূত? যদি প্রাণপাত হয় তাহলে পৃথিবীর হৃৎপিণ্ডও লণ্ডভণ্ড হবে...