অবরুদ্ধ সময়ের কবিতা

তিন ফিট দূরত্ব

noname

মাস্কের আড়ালে জমা হয় সকল দুঃখ

চোখে চোখ আর নিঃশ্বাসে হাহাকার।

 

করোনা কী শিক্ষা দিলে তুমি মানুষেরে

সারাদিন ধুতেই থাকি দুই হাত সাবানে।

 

লকডাউন তামাম দুনিয়া—

মানুষ মরছে সাথে স্বপ্নও

 

বাঁচতে হলে চলো ঢুকে যাই ঘরের ভেতর!

 

করোনা তোমার সাথে আমাদের তিন ফিট

দূরত্ব- কিন্তু রঙের মানুষের সাথে নয়।