অবরুদ্ধ সময়ের কবিতা

কালো গোপন

noname

কোনো কোনো মানুষ খুব গোপনে সন্ন্যাস থেকে যায়

কেউ কেউ চাঁদকে ভালোবেসে অমাবশ্যায় সংসার পাতে

অনেকেই বিশ্বাসের দৃঢ়তায় পরশীর অন্ধকারে বাজতে থাকে।

প্রতিদিন বেড়াতে যাই কমলাবুর বসত ভিটায়

বুবু বলেছে খুব নির্জনতায় বৃক্ষরাও পুরুষ হয়ে ওঠে

তার প্রিয় কালো অন্ধকার। তাইতো বৃক্ষ আর পুরুষের প্রভেদ চিনলো না।

 

তার শরীরে কালো ছাড়া কিছুই জাগে না।

কালো চোখে ভেসে বেড়ায় উড়োজাহাজের মতো কালো স্বপ্ন।

ঘাসের লণ্ঠনে জ্বালিয়ে রাখে কালো স্বপ্নের বীজ।

অন্তিম ইচ্ছার কালো ধারাপাতে বীজগণিতের রাশি নতুন করে শিখতে হয়।

 

কমলাবুর খেয়ালীপনার কাঁটাতারেও ঝুলে থাকে কালো পুরুষ।

তাইতো বুকের গোপনে কিছুই থাকে না।

পোষমানা বিশ্বাসের কালো শূন্যতা ছাড়া।