অবরুদ্ধ সময়ের কবিতা

করোনার সময়েও এইসব বিলাসী বুর্জোয়া প্রেম

noname

আমার হাতে বা তোমার হাতে—বা দুজনেরই—কোভিড নাইনটিনের

জীবানু থাকতে পারে—পারেই তো—তবু একবার হলেও

ধরে তোমার আঙুলগুলো ঝট করে ছেড়ে দেবো:

আমি শপথ করছি যে দেশের সরকার, রোগতত্ত্ব বিভাগের ফ্লোরা আপা বা

আপা-মর জনগণ এবং বিশ্ব স্বাস্থ্যসংস্থাকে দুঃশ্চিন্তায় ফেলব না আমি;

পরবর্তী ধাপে বাজারের যে কোনো সাবান দিয়ে

অন্তত বিশ সেকেন্ড ধরে হাত ধুতে থাকব ধুতেই থাকব—

না এটুকুই, তারপর তোমার শুধু ছয় ফুট কেন

কয়েক লক্ষ ফুট দূরে চলে যাব আবার:

প্লিইজ তুমিও, দোহাই লাগে, করোনা স্বাস্থবিধি মেনে চোলো—

জানি তোমার সাবান আমার সাবানের চেয়ে ফাস্ট...