অবরুদ্ধ সময়ের কবিতা

লক ডাউনের রাত

noname

আকাশ ভেসে যাচ্ছে জোছনায়;

 

নারকেলের পাতায় পাতায়

মাতালের শ্বাসের মতন

ঘন হয়ে আসছে রাত;

 

প্রতিবেশীর লাগোয়া বারান্দায়

ফুটেছে লেবুফুল;

 

কয়েকটা অভুক্ত কুকুর

পাড়া কাঁপিয়ে

তার স্বরে ডাকছে;

 

এই লিলুয়া বাতাসে

এই জোছনায়

যুগলের প্রেম

করোনার জীবাণুর মতন

নবরূপে ধরা দেয়।

 

সাবধান!

ছোঁবে না ছোঁবে না পরস্পর

কপালে রাখবে না হাত

দূরে দূরে থাকো

যেমন সকলে আছে ভালো

মেনে নিয়ে সোশ্যাল ডিসটেন্সিং।