অবরুদ্ধ সময়ের কবিতা

ঘরে ফেরা

28

তোমাদের ট্রেন কররেখা ছুঁয়ে দূরে চলে গেছে

আমি তার গভীর জানালা থেকে হারানো সে মুখ

 

বোমারু বিমান, যুদ্ধ, সাইরেন ফিরেছে শিবিরে

ফিরে গেছে আস্তাবলে রাগী অশ্ব, সহিসের গান

সরাইখানার হট্টগোল বুকে ফিরেছে মাতাল

ঘৃণার বারুদ ঠাসা মারণশাস্ত্র ভুলেছে শত্রুর কামান 

 

যে কুসুম ট্যাবু ও টোটেমে বিদ্ধ হয়ে

একতিল বাঁচবার লোভে হয়েছে ফেরারি, এশিয়ার

মেঘ ও মল্লার ফেলে চলে গেছে বিদেশ-পাথারে 

সে-ই আজ মৃত্যুচক্রে, মাস্ক পরা মৃতের শহরে

 

এত যে থাকতে বল ঘরে স্থির, শান্ত ও সন্ত্রস্ত

সে কোথায় যাবে, বহুদিন নিরাশ্রিত প্রেমহীন,

নিজেকে ছত্রখান করে ছড়িয়েছে যত্রতত্র

ঘোরের কবলে পড়ে ঘর ছেড়ে হয়েছে ভিখিরি

 

পড়ে আছি পথে, খড়-বিচালিতে, শহরে নতুন শরণার্থী   

সে শুধু চিনেছে ঘরহীন পথ পরিত্রাণহীন মরণবীথির