অবরুদ্ধ সময়ের কবিতা

দগ্ধ যে জন

noname

সে এমনি এমনি বাতাস চিবিয়ে খেতে বেরোয় না

পেটে ক্ষুধা, পরনে কাপড় না থাকলে বেরোয়

ঘরে আনাজপাতি ফুরিয়ে গেলে

রোদে পোড়ানো টেরাকোটায় প্যাডেল চালায়

আসলে সে অনুবাদিত জীবন খোঁজে

ধুলা আর দূষণের আস্তরণে

কঠিন একটা রোগ সারাতে গতর খাটে!

 

কখন সকাল হবে? তোমরা জাগবে—

সে অপেক্ষায় তার ঘড়িটা বন্ধ থাকে না

ঘড়িটা আকাশে রোদ, বৃষ্টি, অন্ধকারে

তাকে সজ্ঞানে জাগায়

সে জেগে স্বপ্নালু তার উড়ুউড়ু মনটা থেকে

শক্ত খাঁচার পাঁজরটাকে বের করে নেয়

সাথে তার নড়বড়ে রিক্সাটাও...