অবরুদ্ধ সময়ের কবিতা

গৃহবন্দি

noname

গৃহে বন্দি। সঙ্গনিরোধ। সঙ্গমও কী?

শেকড় যাছে গজিয়ে অনিশ্চয়তার গভীরে;

নড়ে না দু’পা, নড়ে না দু’হাত অভ্যাসবশত, ভয়ানক একি!

যেন এক গোঁয়ার ষাঁড়, শক্তপোক্ত রশিতে বাঁধা;

অস্থিরতায় অক্ষম ছুটাছুটি—অসহায় দুই চোখে লেগে থাকে ধাঁধাঁ!

মাথা ভর্তি চুল, হয়ে যাচ্ছে বেয়ারা;

দাড়ি-গোঁফ পরিচর্যাহীন—লাগে বেঢপ,

আয়নার সামনে দাঁড়ালে নিজেকে চেনা মুশকিল!

গৃহে বন্দি। সঙ্গনিরোধ।

আর,

থেমে

আছে

সময়!