অবরুদ্ধ সময়ের কবিতা

চিত্রনাট্য

44

দিনভর মানবিক আকাশে উড়ছে প্রেম

ঘর আর দরজার সম্পর্ক নিয়ে

এই চিত্রনাট্যে দূরবর্তী মেঘ আর সমুদ্র

 

জানালা, দিবারাত্রি খোলা আবার বন্ধ।

 

প্রতিদিন ফিরে আসি যুদ্ধক্ষেত্র থেকে

অলিখিত প্রেমের ফ্রেমে বাঁচতে শিখি

হাওয়ায় ওড়ানো ফানুসে আলোর গতি

স্বপ্নে মেঘমল্লার পালকে রঙের প্রজাপতি

 

এ যাত্রায় অসুখের দিনলিপি আয়নায় দেখি

মেঘ, ঘুড়ি আর নাটাইয়ের সম্পর্ক লিখে রাখি।

 

রেল জংশনে বিভক্ত রেললাইনে স্থির ট্রেন

সবুজ পতাকা উড়ছে, ট্রেনটি চলে যাচ্ছে...।