আমার গুণ

আজ কবি নির্মলেণ্দু গুণের জন্মদিন। কবিতার পাশাপাশি তিনি গদ্য এবং ভ্রমণকাহিনীও লিখেছেন। তার কবিতায় নারীপ্রেম, শ্রেণি-সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধিতা নানান মাত্রা পেয়েছে। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমাংশুর রক্ত চাই’ প্রকাশিত হবার পর তুমুল জনপ্রিয়তা অর্জন করে। তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন। কবির জন্মদিনে তিন তরুণ ‘আমার গুণ’ শিরোনামে নিজ নিজ ‘গুণ’ নিয়ে লিখেছেন।

সূ চি প ত্র

প্রেমের কবি ।। হিমাদ্রী চৌধুরী

আমার প্রিয়-অপ্রিয় ।। হাসান মুস্তাফিজ

আমার চেতনার কবি ।। দুর্জয় খান