বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান স্মরণে শোকসভা

গণবি

গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান স্মরণে  ১৬ মে, সোমবার বিকেলে গণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।

শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মাহমুদ শাহ কোরেশী, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. আশরাফ-উল-করিম খান, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়লা পারভীন বানু, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মনসুর মুসা প্রমুখ।

 

 বক্তারা ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে মুক্তচিন্তার অধিকারী সাংবাদিক সাদেক খানের বিভিন্ন অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। সাদেক খান গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের একজন সদস্য ও মৃত্যু পর্যন্ত এই ট্রাস্টের সভাপতির দায়িত্ব পালন করেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিও তার বিভিন্ন অবদানের কথা স্মরণ করা হয় শোকসভায়। পরে  তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। বিভিন্ন বিভাগের বিভাগীর প্রধান ও শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

/এফএএন/