পবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ

FB_IMG_1469103839477

“জল আছে যেখানে মাছ চাষ সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালিত হয়েছে। নানা কর্মসূচির মাধ্যম জাতীয় মৎস্য সপ্তাহ পালন করে বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদ।

এক বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে একাডেমিক ভবনের সামনে শেষ হয়।

বিভিন্ন মাছের প্রতিকৃতি র‍্যালিতে নতুন মাত্রা সৃষ্টি করে।  বিশ্ববিদ্যালয়ের “নীল কমল” পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা ও মাছ অবমুক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোঃ শামসুদ্দীন, রেজিস্ট্রার ও মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড মোঃ আব্দুল রশীদ, প্রফেসর পূর্ণেন্দু বিশ্বাস বিভিন্ন অনুষদের  শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তাসহ প্রমূখ।

FB_IMG_1469103836314

/এফএএন/